Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরিফ।
স্থান
নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পার্শ্বে ইব্রাহিমপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সীমানায় জিনদপুর ইউনিয়নের উত্তর সীমানা ঘেষে গ্রামীণ মনোরম পরিবেশে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফ অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর এতিমখানা গেইট বাসষ্ট্যান্ড নেমে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফ।
যোগাযোগ

0

বিস্তারিত

অবস্থানঃ-

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পার্শ্বে ইব্রাহিমপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সীমানায় জিনদপুর ইউনিয়নের উত্তর সীমানা ঘেষে গ্রামীণ মনোরম পরিবেশে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফ অবস্থিত।

 

যাতায়াতঃ-

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর এতিমখানা গেইট বাসষ্ট্যান্ড নেমে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফ।

 

 

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ

 

১। পবিত্র মাজার শরীফঃ

ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফে ঢাকাস্থ ঐতিহাসিক আজিমপুর ছোট দায়রা শরীফের ৬ষ্ঠ গদ্দীনাশীন পীর আমিরে শরীয়ত হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রা:) এর পবিত্র মাঝার শরীফ বিদ্যমান। দেশ-বিদেশ থেকে আসা হাজার-হাজার ভক্ত মুরিদানদের আগমনে স্থানটি মুসলিম আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে উঠে। বার্ষিক, মাসিক, সাপ্তাহিক মাহফিল, বার্ষিক ওরশ শরীফ, দৈনিক, মাসিক ও বার্ষিক খতম শরীফ অজিফা ইত্যাদি পালনের মাধ্যমে স্থানটি মহান আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম পবিত্র স্থান হিসাবে অত্র অঞ্চলের মানুষের নিকট পরিচিতি লাভ করেছে।

 

২। ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রাঃ) এতিমখানাঃ-

যাহা হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রা:) কর্তৃক বিগত ১৯৭৯ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকাল হতে শত শত অনাথ শিশুদের লালন-পালন ও শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত সুনাগরিক হিসাবে গড়তে প্রতিষ্ঠানটি সফল ভহমিকা পালন করে আসছে। বর্তমানে ১৩০ জন অনাথ শিশু অবস্থান করছে।

 

৩। ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রা:) ছাত্রী নিবাসঃ-

যাহা দায়েমী ফাউন্ডেশন কর্তৃক গত ২০০৯ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। অনাথ ও দরিদ্র ছাত্রীদের নিরাপদ আবাসস্থল হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সুনাম অর্জনকরেছে।

 

৪। ইব্রাহিমপুর দায়েমিয়া শাহী জামে মসজিদঃ-

যাহা হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রা:) এর সরাসরি তত্ত্বাবধানে তাঁর ভক্ত মুরিদানদের সহযোগিতায় বিগত ১৯৮৯ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। এতিমখানার কর্মকর্তা, কর্মচারী, নিবাসী, স্থানীয় মুসলিম জনগণ এবং দর্শনার্থী সহ শত শত মুসুল্লী তাতে নামাজ আদায় করে।

 

৫। সুফিয়াবাদ শাহ সুফি সায়্যেদ আজমত উল্লাহ (রা:) সিনিয়র মাদ্রাসাঃ- 

হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রা:) বিগত ১৯৮৭ইং সনে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। ৩২ জন শিক্ষক / কর্মচারী কর্মরত আছে। মাদ্রাসাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) পুরস্কার অর্জন করেছে। মাদ্রাসাটিতে পাবলিক পরীক্ষা কেন্দ্র, দাখিল আলিম সত্মরে বিজ্ঞান বিভাগ, কম্পিউটার বিষয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল কোর্স চালু আছে।

 

৬। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রঃ

ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব জনাব শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহমেদ উল্লাহ (মা.জি.আ.) এর দানকৃত ভহমিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক অনুদান ও তত্ত্বাবধানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রটি গড়ে উঠে। স্থানীয় জনসাধারণ তাঁতে অনেক উপকৃত হচ্ছে।

 

৭। কারিগরি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান সমূহঃ 

 

ক) সুফিয়াবাদ দায়েমী মৎস্য প্রজনন কেন্দ্রঃ-

যাহা হযরত শাহ সুফি সৈয়দ দায়েম উল্লাহ (রা:) কর্তৃক ১৯৯৪ সনে প্রতিষ্ঠিত হয়। যাহাতে অনাথ শিশুরা হাতে কলমে শিক্ষা অর্জনে সক্ষম হয় তাই এই প্রকল্পের উদ্দেশ্য। বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নোমান চৌধুরীর সহযোগিতায় উপজেলা পরিষদের আর্থিক অনুদানে পুনঃমেরামতের মাধ্যমে উক্ত প্রজনন কেন্দ্রটি নতুন রূপ লাভ করেছে। উক্ত প্রজনন কেন্দ্র হতে  রেনু পোনা উৎপাদন করে  উপজেলা ও জেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে সরবরাহ করা হয়। যাহাতে অত্র অঞ্চলের মানুষের আমিষের চাহিদা পূরণে এই প্রজনন কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভহমিকা পালন করে থাকে। প্রজনন কেন্দ্রটি পরিচালনার জন্য বড়-ছোট প্রায় ১২টি পুকুর ব্যবহৃত হচ্ছে, পুকুরের পাড় সমূহে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় বনজ, ফলজ ও ঔষধী গাছ রোপন করে প্রতিষ্ঠানটির সৌন্দর্য ও পরিবেশগত উন্নতি সাধন করা হয়েছে, যা সত্যিই দর্শনীয় ও উপভোগ্য।

খ) দায়েমী পোল্ট্রি খামারঃ-

অনাথ শিশুদের হাতে কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বীকরার লক্ষ্যে দায়েমী ফাউন্ডেশন কর্তৃক ২০১১ সালে উক্ত পোল্ট্রি খামারটি প্রতিষ্ঠিত হয়।

 

পরিচালনা কর্তৃপক্ষঃ

ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দীনাশীন ও ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে, দায়েমী ফাউন্ডেশন এর আর্থিক  ও আনুষাঙ্গিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা  অধিদপ্তর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত কমিটি এবং দরবার শরীফের ভক্ত  মুরিদান ও শিক্ষানুরাগী সচেতন জন সাধারণ কর্তৃক উল্লেখি